নিখেঁাজের ১৮ ঘণ্টা পর প্রাপ্তির লাশ উদ্ধার

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রাপ্তির স্বজনদের আহাজারি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখেঁাজ হওয়া ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষাথীর্র মধ্যে সানজিদা বিনতে তানভীর প্রাপ্তির (২১) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলার কাঠবাজার এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। প্রাপ্তি ঢাকার ল²ীবাজার এলাকার তানভীর আহমেদের মেয়ে। তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বষের্র শিক্ষাথীর্ ছিলেন। আশুগঞ্জ থানা অফিসার ইনচাজর্ বদরুল আলম জানান, শনিবার সকালে ঢাকা থেকে প্রাপ্তি ও ইশরাকুলসহ নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষাথীর্ কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে আসেন। সারাদিন তারা ভৈরব রেলসেতু ও আশপাশ এলাকা ঘুরে বিকালে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারামপুরে যান। সেখানে জাতীয় গ্রিডলাইনের বৈদ্যুতিক টাওয়ারের পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে সেলফি তোলার সময় প্রাপ্তি পা পিছলে পানিতে তলিয়ে যান।