পাবনা এক্সপ্রেস ট্রেন

২৫০ যাত্রী নিয়ে যাত্রা শুরু

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা এক্সপ্রেস
পাবনা স্টেশন থেকে রোববার যথাসময় ছেড়ে গেছে রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ট্রেন পাবনা এক্সপ্রেস। সকাল ৭-১৫ মিনিটে নবনিমির্ত রেলপথ পাবনা স্টেশন থেকে আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এর আগে ঈশ্বরদী থেকে পাবনা উদ্দেশে ট্রেনটি ৫-৪৫ মিনিটে পাবনা স্টেশনে এসে পেঁৗছে। আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো ছয়টি বগিতে ৪২৩ আসনের বিপরীতে ২৫০ জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করেছে। ট্রেনটি পাবনা স্টেশনের এসে পেঁৗছলে রেললাইনের দুুই ধারের অসংখ্য উৎসুক জনতা হাত নেড়ে আনন্দ উল্লাস করে। উল্লেখ্য, দীঘর্ ৪৬ বছর পর পাবনার মানুষের প্রাণের দাবি এই রেলপথ শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত পুলিশ লাইন্স মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী-পাবনা-ঢালারচরের নবনিমির্ত এই রেলপথের উদ্বোধন করেন।