খুলনা বিশ্ববিদ্যালয়

মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ শিক্ষাথীের্দর

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

খুলনা অফিস
কোটা সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন খুবি শিক্ষাথীর্রা Ñযাযাদি
খুলনা কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষাথীের্দর মুক্তি, নিখেঁাজ শিক্ষাথীের্দর সন্ধান এবং কোটা সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষাথীর্রা। রোববার দুপুরে খুবির হাদী চত্বরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে এসব কমর্সূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুর রহমান, আশিক রহমান, শরিফুজ্জামান, শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন কুমার, রিফাত আহমেদ, মাসুদ আল মোস্তফা, শেখ শুভ, মুক্তা আক্তার, ইয়াছিন আলী, নরোত্তম পল, শেখ নাভিদ প্রমুখ। এ সময় তারা বলেন, আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছে, তদন্তসাপেক্ষে তাদের বিচার করতে হবে এবং দেশের সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষাথীের্দর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।