বাউফলে ঝুঁকিপূর্ণ আরসিসি ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশ | ০২ জুলাই ২০২৩, ০০:০০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ -যাযাদি
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালীয়া বাজার ও পাকডাল খালের উপর আয়রন স্ট্রাকচারের উপর নির্মিত আরসিসি ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। জানা যায়, কয়েকদিন আগে ব্রিজটির মাঝ বরাবর আরসিসি ঢালাই ভেঙে গিয়ে লোহার রড বেরিয়ে গেছে। দুই পাশের রেলিং নেই। এর ফলে ও ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাকডাল গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন জানান, ২০-২৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজ দিয়ে পাকডাল গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। একই এলাকার বাসিন্দা বখতিয়ার মৃধা বলেন, ব্রিজটি দ্রম্নত নির্মাণ করা প্রয়োজন। প্রতিদিন এ ব্রিজে ঘটে দুর্ঘটনা। কাছিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, ব্রিজটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। বর্তমানে ব্রিজটির মাঝ বরাবর ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করছেন। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিবাহিত করলেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেননি।