খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নোয়াখালী প্রতিনিধি
†bvqvLvjx‡Z Lvj `Ljgy³ K‡i cvwb cÖevn ¯^vfvweK ivLvi `vwe‡Z gvbeeÜb I mgv‡ek K‡i‡Qb ¯’vbxqiv Ñhvhvw`
নোয়াখালীতে খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকার লোকজন এই কর্মসূটি পালন করে। মানববন্ধনকারীরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনকারীরা জানান, নেয়াজপুর ইউনিয়নের ওপর দিয়ে নোয়াখালী খালের একটি শাখা খাল বয়ে গেছে। কিন্তু ভূমিদসু্যরা খালের দুই পাশে অবৈধ প্রক্রিয়ায় খাল ভরাট করে দোকান নির্মাণ করে। যার কারণে এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধাসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ হোসেন রানা, শাহাদাত হোসেন রিয়াদ, তসলিম উদ্দিন সৌরভ, আজম খান প্রমুখ। , কাজী সোহাগ প্রমুখ।