তিন জেলায় ৩ লাশ উদ্ধার

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
বরিশালের আগৈলঝড়ায় এক গৃহবধূ, নওগাঁর ধামইরহাটে এক বৃদ্ধ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের শাহিন মোলস্নার স্ত্রী তানিয়া আক্তার (২৩) শুক্রবার সন্ধ্যায় মামার বাড়ি একই উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দল বৃদ্ধকে হত্যার পর চালকলের অফিস ঘরের আলমারি ভেঙে মূল্যবান দলিলপত্র ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ও মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃদ্ধকের শ্বাসরোধ করে হত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার দুপুরে রাশেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাশেদা উপজেলার শালমারা ইউনিয়নের উজিরের বাইগুনি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উজিরের বাইগুনি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রাশেদা বেগমের লাশ তার নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোববার বাড়ির লোকজন দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে এসআই আবু বক্কর সিদ্দিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।