চার জেলায় নিহত ৪

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
পটুয়াখালীতে কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস -যাযাদি
চার জেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পাবনার সুজানগরে এক, গাজীপুরে এক, নাটোরের লালপুরে এক ও নওগাঁর মান্দায় একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : সুজানগর (পাবনা) : পাবনার সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় কাজেম প্রামাণিক (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় রিপন নামে আরো এক ব্যক্তি গুরুতর হয়েছে। সোমবার সকালে মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বক্কর প্রামানিকের ছেলে। নিহত কাজেম প্রামানির শ্যালক আছাদুলস্নাহ জানান, ভিটবিলা থেকে টমেটো ক্রয় করে ভ্যানগাড়ী যোগে আসার পথে পিছন থেকে একটি বালুর ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলে তিনি মারা যায়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকালে ট্রাক চাপায় এক কারখানা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মো. মেহরাব (৩২), গাজীপুর সদর উপজেলার হোতা পাড়া এলাকার এনার্জি প্যাক কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা। তার বাড়ি পাবনা সদরের সাংগুরিয়া এলাকায়। বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, মেহরাব নগরপাড়া এলাকার বাসা থেকে এনার্জি প্যাক কারখানায় চাকুরি করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নগরপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে ট্রার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি মেহরাবকে চাপা দিয়ে দ্রম্নত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে ট্রাক চাপায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার (১৮ ফেব্রম্নয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের অমৃতপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে আনোয়ার হোসেন ও ফয়েজুর রহমান (৪৩) একটি মোটর সাইকেলে করে লালপুর থেকে বাঘায় যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেল আরোহী ফয়েজুর রহমান ঘটনাস্থলেই মারা যায় এবং মোটর সাইকেল চালক আনোয়ার হোসেন মারাত্মকভাবে আহত হয়। নিহত ফয়েজুর ঈশ্বরদী উপজেলার সেখেরচর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৩৫) নিহত হয়েছেন। নিহত সেলিম হোসেন মান্দা উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরুহাটি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।