ট্রাকে বেহাল দশা ডুমুরিয়ার রাস্তার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সুব্রত কুমার ফৌজদার, ডুমুরিয়া
খুলনায় ডুমুরিয়ায় ট্রাকে চলাচলে সড়কের বেহাল দশা -যাযাদি
খুলনার ডুমুরিয়ায় বেপোরোয়া মাটিবাহী ট্রাক চলাচলের কারণে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা রাস্তার এখন বেহাল দশা। অসাধু মাটি ব্যবসায়ীরা সালতা নদীতে ইচ্ছামাফিক খনন করে খননের মাটি চুরি করে বিভিন্ন ইটভাটাসহ রেলওয়ের কাজে সরবরাহ করছে। জানা যায়, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের অতি জনগুরুত্বপূর্ণ ২৭/২ নম্বর পোল্ডারের প্রায় ৭ কিলোমিটার ওয়াপদা রাস্তা ব্যবহার করে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কানাইডাঙ্গা মৌজা এলাকায় সালতা নদী খননের মাটি এবং স্থানীয় কৃষি জমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটাসহ খুলনা রেলওয়ের কাজে। অসাধু মাটি ব্যবসায়ীরা যেখানে-সেখানে ওয়াপদা রাস্তা কেটে গাড়ি চলাচলের পথ তৈরি করে রাস্তার ক্ষতি করেছে। ট্রাক চলাচলের কারণে রাস্তায় প্রায় এক ফুট ধুলায় পরিণত হয়েছে। প্রচন্ড ধুলার কারণে আশপাশ এলাকার সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে কোনো পথযাত্রী চলাচল করতে পারছেন না। স্থানীয় প্রশাসন কিছুদিন আগে একটি ভ্রাম্যমাণ অভিযান করে অসাধু এক মাটি ব্যবসায়ীসহ তিনজন ট্রাকচালককে জেল-জরিমানা দেয় এবং ওই রাস্তায় মাটিবাহী ট্রাক চলাচলে নিষেধ করা হয়। কিন্তু কিছুদিন পরেই জনৈক সৈয়দ নামে এক মাটি ব্যবসায়ী ওয়াপদা রাস্তাটি ব্যবহার করে আবারো মাটি টানছে। এলাকার লোকজন নিষেধ করলেও কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না মাটি টানা। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসডি মিজানুর রহমান বলেন, ওয়াপদা রাস্তা নষ্ট করে মাটি টানতে দেয়া হবে না। এখনি ব্যবস্থা নেয়া হচ্ছে।