সাতক্ষীরায় ভিসা অফিসে দালালদের উৎপাত, ভোগান্তি

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সাতক্ষীরা প্রতিনিধি
দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসাপ্রত্যাশীদের চাপ কমাতে নতুন করে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলেছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে গত মাসে সাতক্ষীরা জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সাতক্ষীরা শহরের ইটাগাছায় সংগ্রাম টাওয়ারে বহুল কাঙ্ক্ষিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে সপ্তাহে পাঁচ দিন ভিসাপ্রত্যাশীরা সকাল থেকে দুপুর পর্যন্ত পাসপোর্ট জমা দিতে এসে স্থানীয় দালালদের নানা হয়রানির সম্মুখীন হয়ে শত শত টাকা গচ্ছা দিচ্ছে। মঙ্গলবার দেবহাটা থেকে রেহানা খাতুন নামে এক মহিলা পাসপোর্ট জমা দিতে এলে ভিসা অফিসের নিচে ভিসা প্রসেস ফি জমা দেয়ার কথা বলে এক ব্যক্তি তার আবেদন ফর্মে ভুল আছে বলে নানাভাবে ভয় দেখায় এবং পুনরায় তার কাছ থেকে আবেদন ফর্ম পূরণ করতে বলে। না করলে এই ফরম জমা হবে না বলে সাফ জানিয়ে দেন। পরবর্তীতে সাতক্ষীরা ভিসা এপিস্নকেশন সেন্টারের সুপারভাইজার মৃণাল কান্তি ঘোষকে আবেদন ফরম ও পাসপোর্ট দেখিয়ে দালাল চক্রের বিষয়ে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং সব কিছু ঠিক থাকাতে পাসপোর্টটি জমা নেন। দালাল চক্রের হয়রানির বিষয়ে তিনি আরও বলেন, মানুষের ভোগান্তিমুক্ত সেবা দেয়ার জন্য ভারতীয় হাইকমিশন এই ভিসা এপিস্নকেশন সেন্টার সাতক্ষীরায় দিয়েছে। ভিসাপ্রত্যাশীদের কেউ হয়রানি করলে তাৎক্ষণিক ভারতীয় এসিসট্যান্ট হাইকমিশন খুলনা ০৪১-৭৬৩৪২৫ নম্বরে অভিযোগ জানাতে বলেন।