পত্নীতলায় পার্চিং উৎসবের উদ্বোধন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
পত্নীতলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের ব্যবহার কমানো, ফসলের খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে সোমবার পার্চিং উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার পার্চিং উৎসবের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। কৃষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিয়া খাতুন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম। জানা গেছে, উপজেলায় এবার ২০ হাজার ৮শ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।