আনোয়ারায় স্বাস্থ্য কমপেস্নক্সে জনবল সংকটে সেবা ব্যাহত

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল ও যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার সেবা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রসবজনিত কোনো জটিলতা দেখা দিলেই ওই অবস্থায় প্রসূতিকে নিয়ে শহরের কোনো বেসরকারি ক্লিনিক কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয় উপজেলাবাসীকে। ইওসি সেবা না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় অন্তঃসত্ত্বা দরিদ্র নারীদের। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপেস্নক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে জরুরি প্রসব সেবার (ইওসি) আধুনিক অস্ত্রোপচার কক্ষ। সেখানে অটোক্লেভ মেশিন, হাইড্রলিক ওটি টেবিলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামও রয়েছে। কিন্তু এসব যন্ত্রপাতি অযত্ন-অবহেলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে যায়। মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিন প্রসবসেবা কার্যক্রমের জন্য তৈরি কক্ষটি তালাবদ্ধ দেখা যায়। দায়িত্বরত কর্মকর্তাদের মাধ্যমে খোলার পর দেখা যায়, অটোক্লেভ মেশিনটি নষ্ট। মেডিকেল সূত্রে জানা যায়, এটি মেরামত করা ব্যয়বহুল হওয়ায় সহজে মেরামতও করা যাচ্ছে না। এখানে প্রসবসেবা চালু না থাকায় গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন নেছা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেষণে আছেন। মেডিকেলে এক্স-রে মেশিন, ইসিজি মেশিন সব নষ্ট, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও। পুকুরের পানি দিয়ে চলে মেডিকেলের সব কার্যক্রম। সাত লাখ টাকার জেনারেটর থাকলেও কখনো চালু করা হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাখাল চন্দ্র বড়ুয়া বলেন, প্রসব সেবাব্যবস্থা চালুর জন্য হাসপাতালে আধুনিক অস্ত্রোপচার কক্ষ, মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিসহ প্রায় সব ব্যবস্থাই রয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন সমস্যায় জরুরি এ সেবা চালু করা সম্ভব হচ্ছে না