বিরামপুরে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৬ প্রার্থী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চলতি দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ পারভেজ কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু, সাবেক দিওড় ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন মিঞা ও মতিয়ার রহমান। ভাইস চেয়ারম্যান পদে মেজবাউল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্যা, শ্রী শীবসে চন্দ্র, এএকেএম মঞ্জুর রশিদ রতন, মোয়াজ্জেম হোসেন, আব্দুল হাই ও আদিবাসী উন্নয়ন ফোরাম নেতা কারলস মার্ডি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, উম্মে কুলসুম, আমেনা বেগম ও জহুরা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. তৌহিদুর রহমান দৈনিক যায়যায়দিনকে জানান, প্রার্থীরা তাদের নেতা সমর্থকদরে নিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।