ধুনটে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
ধুনটে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আবদুল হাই খোকন -যাযাদি
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আলিম উদ্দিন হারুন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা আ'লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, সাংবাদিক এসএম জিয়াউল আলম ও পাবেল আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মলিস্নক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল ও আইএএম ফয়জুল করিম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্কুল শিক্ষিকা রোমানা আফরোজ, খাইরুন্নাহা চৌধুরী, সিমা আক্তার ও শিউলী খাতুন। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দখিল করেছেন। ২০ ফেব্রম্নয়ারি মনোনয়নপত্র যাছাই বাছাই, ২৭ ফেব্রম্নয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২৮ ফেব্রম্নয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।