পানি দূষণসহ বিষাক্ত বর্জে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
সুগার মিলস্‌ ও ফার্মের বিষাক্ত বর্জে বোচাগঞ্জের টাঙ্গন নদীর পানিতে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে। যার ফলে বোয়াল, রুই, কাতল, আইড়সহ নদীতে প্রজননকৃত সব প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. নাহিদ হাসান বলেন, গত দুই দিনে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন হয়েছে। তিনি বলেন, ২০১৭ সালেও এমন ঘটনা দেখা দিয়েছিল। সে সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের হস্তক্ষেপে ২০১৮ সালে টাঙ্গন নদীতে বর্জ ফেলা বন্ধ করে ঠাকুরগাঁও সুগার মিলস্‌ লি. ও পীরগঞ্জ কাজী ফার্ম কর্তৃপক্ষ। কিন্তু তারা ২০১৯ সালে পুনরায় বিষাক্ত বর্জ নদীতে ফেলার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।