ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন -যাযাদি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার দাউদকান্দির বিশ্বরোড হতে মেঘনা ব্রিজ পর্যন্ত বুধবার সকাল থেকে ২টা পর্যন্ত ১০ কি.মি. যানজট সৃষ্টি হয়। জানা যায়, মেঘনা গোমতী সেতুর উপর দুটি মালবাহী কাভার্ডভ্যান বিকল হয়ে যাওয়ায় এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে দুই লেনের সংস্কার কাজ চলায় ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীবাহী বাস, মাইক্রো, অ্যাম্বুলেন্স, ট্রাক কার্গো আটকা পড়ায় দুর্ভোগ হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। দাউদকান্দির হাইওয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, মেঘনা গোমতী সেতুতে বিকল হওয়া দুটি মালবাহী কাভারর্ডভ্যান সরিয়ে ফেলার পর থেকে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। ঢাকাগ্রামী কাভার্ড ভ্যানের চালক বাদল মিয়া বলেন, 'সকাল ৬টার মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কাঁচপুরের আগে মহাসড়কে বসে থাকতে হবে। কারণ, ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে সকাল ছয়টার পর সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকায় কাভার্ড ভ্যানের মতো যান প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, এই কারণে।' অপর একটি কাভার্ড ভ্যানের চালক বলেন, বন্দননগরী চট্টগ্রামের জেডি থেকে সন্ধ্যায় যে মালবাহী গাড়িগুলো ছাড়া হয় সে গাড়িগুলি দাউদকান্দি কাছাকাছি যেতে সকাল হয়ে যাওয়ায়ও যানজটের একটি কারণ।