নীলফামারী সদরে আ'লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরে অবশেষে একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিটকে পড়ায় ফাঁকা মাঠে গোল পেলেন শাহিদ মাহমুদ। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকালে নীলফামারী সদর উপজেলায় অপর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জেলার ছয় উপজেলার চেয়ারম্যান পদে ২১, ভাইস চেয়ারম্যানে ৩১ ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২১ জনসহ মোট ৭৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। যাছাই বাছাই, মনোনয়নপত্র বাতিল এবং আপিলে বেশ কয়জন প্রার্থিতা ফিরেও পায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তিনজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হলো নীলফামারীর সদরে একজন চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উদ্দিন ও ডিমলা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন সরকার ও সৈয়দপুর উপজেলায় আনোয়ার হোসেন প্রামানিক। ফলে নীলফামারী সদরে একজন চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তাদ্বয় জানান, ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও সংরক্ষিত ১৮ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।