শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ছেড়ে যাওয়া ৭টি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মা নদীতে বিভিন্ন পয়েন্টে নোঙর করা ছিল। মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ছোট-বড় চার হাজার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। শিমুলিয়া বিআইডবিস্নউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চালকরা নৌরুটের অদূরেও দিক-মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্ণয় করতে পারছিল না। তাই দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখে। ঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি বয়াবাতি না দেখায় দুর্ঘটনা এড়াতে নদীর মাঝে নোঙর করা থাকে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হয়। শিমুলিয়া ঘাট এলাকায় ছোট গাড়ি ৯ শতাধিক ও ট্রাকের চাপ আছে ৩ হাজারের বেশি। এ রুটে ১৭টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। \হ