সখীপুরে বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে যানচলাচল

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা
সখীপুরে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ -যাযাদি
সখীপুর-বাটাজোর সড়কে প্রতিদিন হাজার হাজার লোকজন, যাত্রীবাহী অটো-রিক্সা, টেম্পু ও মালবাহী গাড়ি চলাচল করলেও বেইলি ব্রিজের চারটি পাটাতন ভেঙ্গে পড়ায় জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সখীপুর থেকে ময়মনসিংহ ও ঢাকা যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহৃত হয়। শনিবার সরেজমিন, কীর্ত্তনখোলা বাজারের পশ্চিম পাশের ওই বেইলি ব্রিজটি প্রায় দুই মাস ধরে ভেঙ্গে পড়ায় সাধারণ জনগণ থেকে শুরু করে সকল যানবাহনই ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় উপজেলা প্রকৌশলী অধিদপ্তর থেকে দুই মাস আগে বেইলি ব্রিজটি কোনমতে মেরামত করা হলেও যানবাহনের অতিরিক্ত চাপে ব্রিজটির পাটাতন পুনরায় ভেঙ্গে যানবাহন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যোগাযোগের বিকল্প রাস্তা না থাকায় চলাচলের অনুপযোগী হওয়ার পরও ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়েই কিছু কিছু যানবাহন চলাচল করছে। এতে কোনো প্রকার সংকেত বা লাল নিশান না থাকায় যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট জনগণ মনে করছে। এলাকাবাসীর দাবি, যেহেতু বেইলি ব্রিজটি বার বার বেঙ্গে পড়ছে তাই সংস্কার না করে স্থায়ী ব্রিজ নির্মাণ করলে বেইলি ব্রিজের পাটাতন ভাঙার সমস্যা থাকবে না। \হএ বিষয়ে সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ২৯ মিটার বেইলি ব্রিজটি মেরামতেরে জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তবে সাময়িকের জন্য এটি মেরামত করা হবে।