পস্নাস্টিক থেকে পেট্রল তৈরি করলেন ইদ্রিস

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মান্দা (নওগাঁ) সংবাদদাতা
ইদ্রিস আলী
নওগাঁর মান্দায় ইদ্রিস আলী নামের এক ব্যক্তি দেশীয় প্রযুক্তির মাধ্যমে নোংরা পলিথিন ও পস্নাস্টিক থেকে পেট্রল তৈরি করায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন চাঞ্চল্যকর খবরে প্রতিনিয়ত তার নিজ বাড়িতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। সরেজমিন জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে সাইকেল ম্যাকার ইদ্রিস আলী (৫৫) নোংরা পলিথিন ও পস্নাস্টিক থেকে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে পেট্রল ও ডিজেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দেশবাসীকে। একই সঙ্গে তিনি নিজের মেধা এবং প্রতিভাকে কাজে লাগিয়ে ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে তৈরীকৃত ঝালাই মেশিনের দ্বারা ঝালাইয়ের কাজও করে যাচ্ছেন। ইদ্রিস আলী জানান, আমি গত কয়েক মাস আগে ইউটিউব থেকে এমন উদ্ভাবন দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে বাজার থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ নোংরা পলিথিন ও পুরাতন পস্নাস্টিক সংগ্রহ করে তা থেকে নিজের প্রযুক্তি কাজে লাগিয়ে পেট্রল এবং ডিজেল উৎপাদন করতে সক্ষম হয়েছি। আর আমার উৎপাদিত পেট্রল এবং ডিজেলা জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। তবে আগামীতে যদি সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাই তাহলে ব্যাপক প্রসার ঘটাতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান জানান, পলিথিন থেকে পেট্রল তৈরির ব্যাপারে আমি শুনেছি। তবে এটি কতটা পরিবেশসম্মত হবে সেটি দেখার পর তাকে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে।