কীটনাশক খেয়ে হাসপাতালে দুই যমজ শিশু

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে দেড় বছরের দুই যমজ শিশুকে কীটনাশক জাতীয় বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন দুই যমজ শিশু নাফিজ হাসান (১৭ মাস) ও নাইম হাসান (১৭ মাস) ওই এলাকার শাকিব হাসানের ছেলে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দুই শিশুর বাবা শাকিব হাসান বলেন, 'গত দুইদিন পূর্বে আমার সৎ মায়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। তখন আমার বাবা ও সৎমা বলে যে, তোদের সন্তানদের বিষ দিয়ে মেরে ফেলব। ঘটনার দিন আমার সন্তানদের সামনে কৃষি জমিতে প্রয়োগ করা কীটনাশক বিষের বালতি রেখে যায় আমার বাবা। পানি মনে করে আমার দুই সন্তান সেই বিষ পান করে। এর পরেই অসুস্থ হতে থাকে।' উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, 'প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দু'জনই সুস্থ রয়েছে।' গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, 'অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'