ভেড়ামারায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভেড়ামারা উপজেলায় আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সগুলোতে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু রোগের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। তারপর আবার মশারি সংকটে পড়েছে রোগীরা। ভেড়ামারায় মশা মারার কার্যকর কোনো পদক্ষেপ নেই। মশা মারার দায়িত্বরা এখন হাত গুটিয়ে বসে আছেন। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমীন বলেন, ভেড়ামারা উপজেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এ উপজেলায় ৪৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।