দীঘিনালায় প্রাথমিক 'শিক্ষা পদক' প্রাপ্তদের নাম ঘোষণা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষায় এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মচারীর নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাতুল আলম ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হ্যাপি চাকমার গত ৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নয় মাইল ত্রিপুরা পাড়া সপ্রাবি'র প্রধান শিক্ষক সূর্যশ্বর ত্রিপুরা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ছোট মেরুং বাজার সপ্রাবি'র প্রধান শিক্ষক আকলিমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ১নং কবাখালী সপ্রাবি'র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মানিকছড়ি সপ্রাবি'র সহকারী শিক্ষিকা প্রতিভা ত্রিপুরা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ছোট মেরুং বাজার সপ্রাবি'র সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় দীঘিনালা মডেল সপ্রাবি ও শ্রেষ্ঠ ব্যবস্থাপনা (এসএমসি) কমিটি ছোট মেরুং বাজার সপ্রাবি নির্বাচিত হয়েছেন।