কাশিয়ানীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রম্নতার জের ধরে মাদ্রাসার ছাত্রের হাতে এক ব্যবসায়ী মারধরের অভিযোগ উঠেছে। সোমাবার এ ব্যাপরে আহত ব্যবসায়ী রুবেল শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, কাশিয়ানী উপজেলার পুইসুর ইউনিয়নের পুইসুর গ্রামের সিমেল শিকদারের ছেলে ব্যবসায়ী রুবেল শিকদার স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী। রোববার রাতে বাড়ি ফেরার সময় পুইসুর ইউনিয়ন পরিষদের সদস্য জালাল উদ্দিন শিকদার ও তার ছেলে শফত শিকদার ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা ব্যবসায়ী রুবেল শিকদারকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। অভিযুক্ত ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, 'নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে একটি ঘটনা ঘটেছে। আমরা আপসের চেষ্টা করছি।' কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।