শেরপুরে হত্যা মামলায় তিনজনের মৃতু্যদন্ড, একজনের যাবজ্জীবন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শেরপুর প্রতিনিধি
শেরপুরে চাঞ্চল্যকর বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃতু্যদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- শহরের গৌরীপুর মহলস্নার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও রফিক মিয়ার ছেলে শামীম মিয়া। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলো- আব্দুস ছালামের ছেলে আলাল উদ্দিন। জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢুকে ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। বৃদ্ধা ফরিদা বেগম তাদের চিনে ফেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে আসামিরা। ওই ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।