কলমাকান্দায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপরাকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার মাধ্যমে এ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। প্রোগ্রাম অফিসার সুরেশ রায় পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নূরে আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান তরফদার, কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারি ফখরুল আলম খসরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্তরা রেমা, গ্রিবসন, নাসিমা খাতুন, নুরুল ইসলাম প্রমুখ। নাজিরপুর এপির সার্বিক তত্ত্বাবধানে এপির কর্ম এলাকায় একই সঙ্গে ছয়টি গ্রামকে পরিবেশবান্ধব ঘোষণা করা হলো।