গোপালগঞ্জ ও কুলাউড়ার সড়কে ঝরল তিন প্রাণ
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবক এবং মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দু'জনের মর্মান্তিক মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকিজুল মুন্সী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সঙ্গে থাকা আরও দু'জন। সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, মোটর-সাইকেলে আকিজুল মুন্সীসহ তিনজন গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ এলাকা থে?কে তা?দের বাড়ি বাগেরহাট জেলার মোলস্নাহাট যাচ্ছিলেন। এ সময় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকিজুল নিহত হন।
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু'জনের মর্মান্তিক মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, রাতে কুলাউড়ার রবিরবাজার থেকে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক অটোচালক এবং এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছিটু মিয়ার ছেলে সিএনজি চালক মহরম মিয়া (৬০), একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের করিম উলস্নাহ সরকারের ছেলে লিয়াকত সরকার (৬০)। গুরুতর আহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল মিয়া (৪২)।