সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
প্রতিনিধি
ফুটবল টুর্নামেন্ট
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 'জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩' এর উদ্বোধন করা হয়েছে। শনিবার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উলস্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সিইও আবদুল কুদদুস প্রমুখ। আগামী ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্ট শেষ হবে।
তিন দিনব্যাপী মেলা
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান।
ওয়াজ মাহফিল
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে ৪১তম পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, ৪৬তম চন্দ্রবার্ষিক উরস শরীফ ও সালানা জলসা উপলক্ষে দুই দিনব্যাপী আজিমুশশান ওয়াজ মাহফিল, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের বর্তমান পীর সাহেব শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.)। শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর পরিচালনায় উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ তানভীর, মুহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মুহাম্মদ ইলিয়াস, মাওলানা হাফেজ ফখরুদ্দিন কাদের চৌধুরী, মাওলানা সৈয়দ আইনানুল হক মুনিরী প্রমুখ।
বীজ বিতরণ
ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে খরিফ-২ মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কৃষি অফিসার আরিফ হোসেন প্রমুখ।
ইউএনও'র যোগদান
ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
জুরাছড়ি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন। এ উপলক্ষে বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের আয়োজনে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের বিদায় ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উলস্নাহকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত ইউএনও মোহাম্মদ রহমত উলস্নাহকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
উপস্থিত ছিলেন থানার এসআই নির্মল ত্রিপুড়া, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও চেয়ারম্যান সাধন কুমার চাকমা প্রমুখ।
মাসিক সভা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, সিএনজি চালকদের নিয়ে সেমিনার ও চুরি ডাকাতি রোধে বিভিন্ন পদক্ষেপ প্রস্তাবনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ফরহাদ আহমেদ ফকির, ফরিদা ইয়াসমিন, সরফরাজ হোসেন খান, তিতাস থানার বিদায়ী ওসি সুধীন চন্দ্র দাস, বর্তমান ওসি কাঞ্চন কান্তি দাশ প্রমুখ।
কিট বিতরণ
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ প্রকল্প চাইল্ড সেনসেটিভ সোশাল প্রোটেকশন ইন বাংলাদেশের (সিএসপিবি) মাধ্যমে উপজেলার ২৫০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কনফারেন্স হলরুমে এসব কিট বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, মাওলানা সোলাইমান ফারুকী, কামেলা খানম, মাহবুবুল আলম খোকা, মোহাম্মদ লোকমান হাকীম প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চলমান গবেষণা কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে মহাপরিচালকের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রটোকল অফিসার হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বারির মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন। এ সময় বারির বিভিন্ন বিভাগের পরিচালক ডক্টর ফেরদৌসী ইসলাম, আব্দুলস্নাহ ইউছুফ আখন্দ, দিলোয়ার আহমদ চৌধুরী, তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিবিসি বাংলা প্রতিনিধি এমডি জালাল এক মতবিনিময় সভা করেছেন। রোববার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঠানিশার গ্রামে নিজ বাড়িতে তিনি এই মতবিনিময় সভা করেন। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী এমডি জালাল। উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি আয়ুব খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, সাবেক সরাইল ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা হাজি মাহফুজ আলী প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, 'সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় ও দরিদ্র মানুষরা আর অসহায় থাকবে না।' রোববার হবিগঞ্জের চুনারুঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সজল দাসের সভাপতিত্বে ও আব্দুস ছামাদ মাস্টারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ওসি রাশেদুল হক প্রমুখ।
উঠান বৈঠক
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে গণসংযোগ, লিফলেট ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় এ অনুষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিক, সোহেল রানা শিবলু, আব্দুল মান্নান মাস্টার, আব্দুর রাজ্জাক বাদশা, প্রিন্স, লুৎফর খান, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
শোভাযাত্রা
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মুজিব শতবর্ষের মঞ্চে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান, প্রকৌশলী আরেফিন পারভেজ প্রমুখ।
সনদপত্র প্রদান
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর কার্যালয়ে শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে বগুড়া পবিস-১ এর সেরা কর্মকর্তা মনোনীত হওয়ায় সমিতির জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম ফিরোজী মোকামতলা পলস্নী বিদু্যৎ সমিতি ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুর রহিমকে এ সম্মাননা সনদপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার বিপস্নব কুমার, আব্দুর রহমান, গোলাম রব্বানী প্রমুখ।
মতবিনিময়
ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। রোববার রাণীনগর প্রেস ক্লাবে এই মতবিনিময় করা হয়।
১৯৯৬ সালে নওগাঁ-নাটোর সংরক্ষিত আসনে এমপি ছিলেন। এরপর নওগাঁ-জয়পুরহাট সংরক্ষিত আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। তিনি বলেন, 'এলাকার মানুষের সঙ্গে আমার যে নিবির সম্পর্ক এবং ভালোবাসা জড়িয়ে আছে তাতে আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব।'
পদোন্নতি
ম গাইবান্ধা প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রিউমাটোললজি (বাত ব্যথা) বিভাগের দায়িত্ব পেলেন গাইবান্ধার কৃতী সন্তান ডাক্তার গোলাম রব্বানী। গোলাম রব্বানীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ইংল্যান্ড থেকে এ আরসিপি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি একই হাসপাতাল ও কলেজে রিউমাটোললজি (বাত ব্যথা) বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পান।
ছাগল বিতরণ
ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদেরকে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ ছাগল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী রুহুল আমিন প্রমুখ।
ভবন উদ্বোধন
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পীরহাটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কায়েস আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, মহসীন আলম, পপি রানী সাহা, গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান, সিরাজুল হল লিটন প্রমুখ।
\হ
আলোচনা সভা
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
উপজেলার গুমানমর্দদন ইউনিয়নে 'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে পরিষদ আঙিনায় এক আলোচনা সভা হয়। এতে চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সচিব আবু তৈয়বের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন-মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, মাস্টার মুছা, ফোরকান, ছৈয়দ জাহেদ হোসেন প্রমুখ।
উন্নয়ন মেলা
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। রোববার এ উপলক্ষে একটির্ যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী, প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, কৃষিবিদ ধীমান ভূষণ, প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, নুরুন্নাহার শাহজাদী, প্রকৌশলী আবু জাফর, ইউপি চেয়ারম্যান ডাক্তার শাহাজাদা সরকার, মাসুদ রানা বাবু পাইলট, লানচু হাসান চৌধুরী, মনিরুজ্জামান জুন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী প্রমুখ।
অভিভাবক সমাবেশ
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ঐতিহ্যবাহী শিরন্টি ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সাজেদুল আলম, চেয়ারম্যান বোরহান উদ্দিন, শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোজা ও কেডস জুতা বিতরণ করা হয়।
\হ
আলোচনা সভা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় ৬নং ঘুড়িদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পবনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অনিল কুমার বর্মণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, হায়দার আলী, এসএম সামশীল আরেফিন টিটু, নাছিরুল নাছিরুল আলম স্বপন, সাইফুল ইসলাম, গৌতম কুমার চন্দ, জাহাঙ্গীর আলম, আহসানুল রাব্বি, মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুর প্রেস ক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। প্রেস ক্লাব সভাপতি শফিউলস্নাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, একে আজাদ, রেজাউল ইসলাম শামীম ও ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন।
আলোচনা সভা
ম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রোববারের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' স্স্নোগানে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্যর্ যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদি প্রমুখ।
\হ
র্
যালি অনুষ্ঠিত
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় এর্ যালি হয়।র্ যালি শেষে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপাল গোস্ট মোহন চৌধুরী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ইউপি সদস্য মকছেদ আলী, লিটন মন্ডল, সুকুমার রায়, শুধারানী প্রমুখ।
নির্মাণ সামগ্রী প্রদান
ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানসহ বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত পরিবারে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। দীপ্তর সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কলাউজানের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, আবদুলস্নাহ মোহাম্মদ মুহসিন, মোহাম্মদ সেলিম, রেজাউল করিম, ফখরুল ইসলাম শাহেদ, রুহুল আমীন, আবদুল মোমেন, সাইফুল ইসলাম, কায়েদে আজম তারেক, আলাউদ্দিন প্রমুখ।
স্মরণসভা
ম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সেজুঁতি সাহিত্য সংসদের আয়োজনে সেজুঁতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে মুঠোফোনে বক্তব্য দেন বেগম মতিয়া চৌধুরী এমপি।
সেজুঁতি সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক আবু ইলিয়াস সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এনায়েত আলী, আব্দুর রহমান তালুকদার, এএইচএম মোস্তফা কামাল, গোলাম ফারুক, নাজিমুদ্দিন, জাহিদুল ইসলাম, মুনীরুজ্জামান, তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।
ন্যাপকিন বিতরণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
পলাশ উপজেলা পরিষদের বাস্তবায়নে মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক এক আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির ৩০০ ছাত্রীকে এ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বক্তব্য রাখেন-পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।
সার বিতরণ
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সামগ্রী দেওয়া হয়। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৯০ জন কৃষকদের ডিএমপি ১০ কেজি, এমওপি সার ৫কেজি ও মাশকালাই বীজ ৫ কেজি করে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন কৃষি অফিসার নিটুল রায়, ইউপি চেয়ারম্যান গোলাম কাউসার, আসলাম বেপারী প্রমুখ।