হত্যার রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন এসআই রায়হানুর
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশা চালককে হত্যার রহস্য উদঘাটন করায় আইজিপি'র পক্ষ থেকে পুরস্কার পেলেন অফিসার ইনচার্জ আবুল খায়ের ও তার টিমের এসআই রায়হানুর রহমান। মঙ্গলবার ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপির পক্ষে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাছুম আহম্মেদ। এ সময়, উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, উপজেলার কামারিয়া এলাকায় অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার ও চারটি ব্যাটারিসহ অটোরিকশা এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, 'এ ধরনের রহস্য উদঘাটন উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত অফিসারদের কাজের মনোবল বৃদ্ধি করে। পরবর্তীতে তারা আরও কার্যকর ভূমিকা পালন করবে।'