আনোয়ারার শিক্ষক-কর্মচারীদের বেতন তুলতে যেতে হয় শহরে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা উঠান শহর থেকে। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারস্থ জনতা ব্যাংক শাখা থেকে বেতনের টাকা উঠাচ্ছেন। ফলে সময় ও অর্থ অপচয় হচ্ছে। এটা যেমন সত্য তেমনি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমও। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে পড়ালেখা থেকে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিষয়টি চলে আসলেও সংশ্লিষ্ট কারো মাথাব্যথা নেই। শিক্ষক সংগঠনগুলোর কার্যকর কোনো উদ্যাগও চোখে পড়ছে না। সাধারণ শিক্ষক কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও বিষয়টি দেখার কেউ নেই। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছেন না। আনোয়ারা উপজেলায় স্কুল, মাদ্রাসা, কলেজ ও টেকনিকেল কলেজসহ মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আনোয়ারা কলেজ ও আনোয়ারা স্কুল সরকারিকরণ করা হয়েছে। আনোয়ারায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক হচ্ছে ৪৫০ জন ও কর্মচারীর সংখ্যা ১৮০ জন। এছাড়া ২৫০ জন শিক্ষক নন এমপিও হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব বেতনে কর্মরত রয়েছে।
১৯৮০ দশক থেকে শিক্ষক কর্মচারীর জন্য সরকারি বেতন ভাতার অংশ চালু হয়। আনোয়ারার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এখনো চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারস্থ জনতা ব্যাংক শাখা থেকে বেতনের টাকা উঠাচ্ছেন। চট্টগ্রামের অন্যান্য উপজেলার শিক্ষক কর্মচারীরা নিজ উপজেলা থেকে টাকা উঠালেও আনোয়ারায় তা ব্যতিক্রম। অথচ আনোয়ারায় কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে। বিষয়টি কারও দৃষ্টিগোচর হচ্ছে না। যুগের পর যুগ চলে আসছে, কারো কোনো চিন্তা নেই। শহর থেকে টাকা উঠাতে গিয়ে সময় ও অর্থ অপচয় হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়েই শিক্ষক কর্মচারীদেরকে শহরে যেতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আনোয়ারা উপজেলার চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গনি জানান, পূর্বে নিজ উপজেলা থেকে বেতন ভাতা উঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। অজ্ঞাত কারণে তা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, আনোয়ারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে না কেন তা বোধগম্য নয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ঈমান বলেন, বিষয়টি অবগত নই। নিজ উপজেলা থেকে টাকা উঠানো যায় কিনা তা চিন্তা ভাবনা করা হবে।