দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে :দুদক সচিব

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের সচিব মাহাবুব হোসেন বলেন, 'দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। লেখাপড়া করা অবস্থায় নৈতিকতা লালন করতে হবে, শুদ্ধাচার শিখতে হবে। দুর্নীতিকে না বলতে হবে ও দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। তাহলেই দেশ ও সমাজ থেকে দুনীতি প্রতিরোধ হবে।' বুধবার বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কমিশনের সচিব মাহাবুব হোসেন। তিনি আরও বলেন, 'জনবল কম নিয়ে দুদক চলছে। তাই সকল শ্রেণির-পেশার মানুষের সহযোগিতা থাকবে হবে। দুদকের বিধি অনুযায়ী অভিযোগকারীর নাম দুদক প্রকাশ করে না। অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দুদক কাউকে ফোন করে না। অভিযোগ পেলে নোটিশ করে।' দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুদকের পরিচালক (প্রশাসন) আকতার হোসেন। বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার কেএম আরিফুল হক, দুদকের বাগেরহাট জেলা প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।