মেহেরপুরে মানব পাচার মামলায় যাবজ্জীবন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মানব পাচার মামলায় মাসুদ রানা নামের একজনের যাবজ্জীবন ও ১৪ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মানব পাচার অপরাধ দমন ট্রাইবু্যনাল আদালতের বিচারক তহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুনবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে। জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সাইবুর রহমানকে অবৈধভাবে লিবিয়ায় পাচার করেন মাসুদ রানা। এ অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সাইবুর রহমানের বাবা আলী আকবর মাসুদ রানাকে ১নং আসামি করে আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিলেও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। প্রমাণিত হয় যে সাইবুর রহমানকে অবৈধভাবে লিবিয়ায় পাচার করা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে মৃতু্যবরণ করে। অবৈধভাবে লিবিয়ায় পাচার করায় তার লাশ দেশে আনা সম্ভব হয়নি।