অস্ত্র-মাদকসহ তিন জেলায় গ্রেপ্তার ৫

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
স্বর্ণের কয়েন বিক্রি করার সময় দুই প্রতারকসহ তিন জেলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে চট্রগ্রামের শীর্ষ সন্ত্রাসী লক্ষ্ণীপুর থেকে, বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও স্বর্ণের কয়েন বিক্রি করার সময় দুই প্রতারক এবং বাগেরহাটের চিতলমারীতে ৪০২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৩১) আগ্নেয়াস্ত্রসহ লক্ষ্ণীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার লক্ষ্ণীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। আলী আকবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী গ্রামের মঞ্জুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও ডাকাতি প্রস্ততীসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে লক্ষ্ণীপুর সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার নং-২৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ইং। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রাম থেকে ওই গ্রামের আলমগীর হোসেন মোলস্নার ছেলে মশিউর রহমান মোলস্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে উপজেলায় প্রতারণার মাধ্যমে গৃহবধূর কাছে স্বর্ণের কয়েন বিক্রি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছে দুই প্রতারক। তারা হলেন গোপালগঞ্জ সদর থানার নিদ্রা বটবাড়ি গ্রামের শিহাব শেখের ছেলে ইনার শেখ (২৬) এবং কোটালীপাড়া থানার ঘাঘর গ্রামের নজরুল শেখের ছেলে শামসুল হক ওরফে শাওন শেখ (২৫)। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের গৃহবধূ বাসন্তী বেপারী মঙ্গলবার উপজেলা সদর থেকে বাড়ি যাবার জন্য ভ্যানে উঠলে ওই ভ্যানে দুই প্রতারক ওঠে। ভ্যানে বসে তারা স্বর্ণের পয়সা দেখিয়ে কিছু টাকা দিতে বলে। গৃহবধূ টাকা ও কানের দুল খুলে দেওয়ার সময় ভিকটিমের পরিচিত লোকজন দেখে ভ্যান থামিয়ে বাধা দেয়। পরে স্থানীয়রা ভ্যানচালক ও দুই প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করলে আটক দুই প্রতারককে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়। চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০২ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর গ্রামের মাদক কারবারি মাসুদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যান। এ ইয়াবাসহ তার স্ত্রী আয়েশা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে চিতলমারী থানায় মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।