টাইমস হায়ারর্ যাঙ্কিংয়ে স্থান পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

রাবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির্ যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এর্ যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম লেখার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারেরর্ যাঙ্কিং করেছে প্রতিষ্ঠানটি। টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত বিগত সালগুলোরর্ যাঙ্কিংয়ের তালিকা ঘেঁটে দেখা যায়, প্রথমবারের মতো এইর্ যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ওঠে এসেছে।র্ যাঙ্কিংয়ের তালিকায় ১০০১ থেকে ১২০০ এর মধ্যে অবস্থান করছে এ বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এ তালিকায় ৮০০-এর পর দেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।