সারা দেশে চলছের্ যাব-পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানের অংশ হিসেবে সোমবার দেশের ১১ জেলা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছের্ যাব-পুলিশ। এর মধ্যে টাঙ্গাইলে বস্তাভর্তি মানুষের খুলি-হাড়সহ এক যুবককে আটকের ঘটনায় নাড়া দিয়েছে পুরো এলাকায়। এছাড়াও পটুয়াখালীর দুমকিতে ৩ ভুয়া ডিবি পুলিশ, খুলনায় জাল নোট তৈরির ২ কারিগর ও পাবনায় বিয়ে বাড়িতে ছবি তুলতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোটেরবাজার এলাকা থেকে বস্তাভর্তি মানুষের মাথার খুলি ও হাড়সহ ওমর আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার স্থানীয় পাহারাদাররা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। ওমর আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের বাসিন্দা। ওই এলাকার পাহারাদার বয়েস উদ্দিন ও শাহজাহান আলী এ কথা জানান।
মধুপুর থানার ওসি মোলস্না আজিজুর রহমান জানান, বস্তায় মাথার খুলি, ডান হাত, দুই পা'সহ কোমরের নিচের অংশবিহীন মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কালসহ ওমর আলীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে মেডিকেল কলেজে কঙ্কাল বিক্রি করার যে চক্র রয়েছে ওমর আলী সেই চক্রের সদস্য। বর্তমানে তিনি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে মোবাইল ফোন চোর চক্রের প্রধানসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩টি চোরাই মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রেজাউর রহমান পলাশ (২৭) ও রবিউল মোলস্না (২৪)। মোলস্নাহাট থানার ওসি সোমেন দাশ সোমবার এ কথা জানান।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত সদস্যের ৩ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ। আটককৃতরা হলেন খলিলুর রহমান (৪৫), রিপন (৩৫) ও রুবেল (৩০)। এ সময় তাদের নিকট থাকা নগদ ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোশাক ও ওয়াকিটকি জব্দ করা হয়। রোববার রাতে দুমকি থানার ওসি আব্দুল হান্নান ও ওসি তদন্ত মাহাবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী কবিরহাট নবগ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উলস্ন্যাহ (৬০) এবং একই জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫)।
খুলনা অফিস জানান, খুলনায় ২ লাখ ৭৪ হাজার জাল টাকাসহ জালনোট তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব-৬। সোমবারর্ যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রহিম খান (৪৭) ও রানা মজুমদার (৪৮)।
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২ মাদক কারবারিকে ভারতীয় ৪৪ বোতল মদসহ গ্রেপ্তার করেছেন ফুলপুর থানা পুলিশ। রোববার ফুলপুর পৌরশহরের গোদারিয়া এলাকার সেকান্দর হাজির মার্কেটের সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হালুয়াঘাট নাহিদ মিয়া (৩২) ও আব্দুস সাত্তার (৩১)। ফুলপুর থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন এ তথ্য জানান।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামকে সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ। রোববার বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে মাধবপুর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। এর আগে মাজহারুল ইসলামের দুই সহযোগী ফারুক ও জজ মিয়াকে গ্রেপ্তার করেন মাধবপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকার ওমান প্রবাসীর স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশের ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন ৩ যুবক। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য জানান।
পাবনা প্রতিনিধি জানান, বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রোববার পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মুকুল ক্রুস (২৫), অমিত গোমেজ (২৮) ও সুমন আকন্দ (২২)। চাটমোহর থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শার্শা থানার গোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাবানা (৩৭) ও ফাতেমা (৩০)। শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম এ কথা জানান।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে মাদকসেবন ও বিক্রি এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে ১টি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড কার্তুজের গুলিসহ আন্তঃথানার সম্রাট হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরির মামলাসহ ১১ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর ডিপুটী বাড়ির একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হালিম মিয়া (৪৫) ও আবু সায়েদ (৪৬)। বাজিতপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।