হাজতিসহ ৯ জেলায় ১০ অপমৃতু্য

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে হাজতির মৃতু্যসহ ৯ জেলায় ১০ জনের অপমৃতু্য হয়েছে। ঝিনাইদহের মহেশপুর, ঢাকার ধামরাই, মুন্সীগঞ্জের সিরাজদিখান, মানিকগঞ্জের ঘিওর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নেত্রকোনার দুর্গাপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, চট্টগ্রামের রাউজান এবং কুষ্টিয়ার দৌলতপুরে এসব অপমৃতু্যর ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আবদুল মজিদ (৭০) নামে এক হাজতি মৃতু্যবরণ করেছেন। গত রোববার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল মজিদ জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত হরণ আলীর ছেলে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরের মদনপুর গ্রামে ধান ক্ষেত থেকে সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সামাদ আলী ওই গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, গত দুই দিন আগে বাড়ি থেকে বের হন সামাদ আলী। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে মাঠে যাবার সময় স্থানীয়রা বাড়ির পাশের ধান ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র আল আমিনের (১৯) লাশ মিলল নিমেরটেক বিলে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া পাকা রাস্তার দক্ষিণ পাশের বিল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আল আমিন ধামরাইয়ের সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে ও আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর নেকবর হোসেন (২২) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি ইট ভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলকাবাসী। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত সাজা মিয়ার ছেলে। দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে সাইজুদ্দীনের স্ত্রী ছয় সন্তানের জননী লাইলীকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৭ আসামিকে আটক করেছে পুলিশ। ঘিওর থানা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রেস বিফ্রিংয়ে বিষিয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ। জানা গেছে, উপজেলার মাইলাগী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে অনিল গংদের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার অনিল সীমানা ঘেষে ঘর তুলতে যান। সাইফুল ও তার ফুফাতো ভাই শহিদ বাধা দেন। এক পর্যায়ে অনিল, সালেহা গংরা তাদের মারধর করেন। ঘটনাস্থলে লাইলী বেগম আসলে তারা তাকে এলোপাথাড়ি মারধর করলে তিনি মারা যান। ঘিওর থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, লাইলীর ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ৭ আসামিকে আটক করেছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এনজিও প্রতিষ্ঠান থেকে তোলা ঋণের কিস্তি ও ব্যক্তিগত ঋণের চাপে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাতে। নিহতের নাম শরিফ (২২)। তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামের সেলিম মিয়ার ছেলে। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদু্যৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটোচালকের মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কুলস্নাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে। নিহত ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদের ছেলে। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নে নুর জাহান আকতার নামে এক গৃহবধূকে স্বামী এনামুল হক শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নুরজাহানের বাবা হাসান আলী থানায় অভিযোগ করেছেন। গত রোববার রাতে নুরজাহানের মৃতদেহ স্বামীর ঘর থেকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা ঘটিয়ে এনামুল ঘর থেকে পালিয়ে যায়। অভিযুক্ত এনাম হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। নিহত গৃহবধূ নুর জাহান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে। রাউজান থানার ওসি আবদুলস্নাহ আল হারুন বলেন, গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এনামের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা এনামুলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দিয়েছেন। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে ডুবে জুনায়েদ (৬) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা সংলগ্ন পদ্মানদীতে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর ইসলামপুর এলাকার জিয়ারুল প্রামাণিকের ছেলে।