ফকিরহাট ও লাখাইয়ে সড়কে দুই মৃতু্য টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতু্য হয়েছে। এ ছাড়াও বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটর সাইকেল আরোহী ও হবিগঞ্জের লাখাইয়ে এক কোরআনের হাফেজের করুণ মৃতু্য হয়েছে। সোমবার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-জয়দেবপুর রেললাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আজমত মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতু্য হয়েছে। সোমবার নিহত আজমত মিয়া কালিহাতী উপজেলার দেউপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট মহিষ প্রজন্ম খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিফ উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকরি করতেন। ফকিরহাট কাটাখালী হাউওয়ে থানার ওসি মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় হাফেজ রকিবুল হাসান রমজান (১৮) নামে কোরআনের হাফেজের করুণ মৃতু্য হয়েছে। রোববার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ লাখাই সড়কের কাড়াপুর-মনতৈল ব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। রকিবুল উপজেলার করাব ইউপির মনতৈল গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।