জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
স্বদেশ ডেস্ক
'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা' শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সোমবার জাতীয় উৎপাদনশীলতা দিবস পালত হয়েছে। এ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা প্রতিনিধি জানান, সোমবার গাইবান্ধায়র্ যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। গাইবান্ধা বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক রবীন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদুর রহমান শাহান, বিসিক শিল্প নগরী কর্মকর্তা সুজন মিয়া, আবেদুর রহমান স্বপন, ফরিদা ইয়াসমিন, নওশের আলম প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান প্রামাণিক। উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. অলিদুজাম্মানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইনক্সটেক্টর চন্দন কুমার বণিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলস্নাল নূরী, মহিলা-বিষয়ক কর্মকর্তা ফাহিমা, জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, গাংনীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, কাজিপুরে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন- এসি ল্যান্ড কাজি মোহাম্মদ অনিক ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবল প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলীতে ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, সাংবাদিক আজগর আলী খান, ইউপি সদস্য জয়নুল তালুকদার প্রমুখ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসি ল্যান্ড নাছরিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদ জামিল খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, মহিলা-বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় আলোচনা সভায় ইউএনও নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এসি ল্যান্ড ফারজানা ইসলাম, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ।