পর্যটন শিল্প বিকাশে সবার আন্তরিক সমন্বয় প্রয়োজন -জেলা প্রশাসক
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেছেন, 'পর্যটন শিল্পের জন্য অপার সম্ভাবনাময় জেলা বাগেরহাট। বিশ্ব ঐতিহ্য ষাটগম্ভুজ মসজিদ, ম্যানগ্রোভ সুন্দরবন, খান জাহান আলীর মাজার, অযোদ্ধার মটসহ নানা ঐতিহ্য রয়েছে বাগেরহাট জেলায়। সাদা সোনাখ্যাত চিংড়ি ও দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলাবন্দর অধু্যসিত এই জেলায় পর্যটন শিল্প সম্প্রসারণে সবার আন্তরিক সমন্বয় প্রয়োজন। '
বিশ্ব পর্যটন দিবস-২০২৩ পালন উপলক্ষে রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগেরহাট ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওয়াশিউল ইসলাম। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন- জেলা পর্যটন ফোরামের সভাপতি ডাক্তার মোশারেফ হোসেন, ফরিদা আক্তার বানু লুচি, রিজিয়া পারভিন, শের আলী ফকির, নুরুল ইসলাম, নুর আলম প্রমুখ।