'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই' দাবিতে ৬ জেলায় কর্মবিরতি পালিত

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই' দাবিকে সামনে রেখে ক্যাডার বৈষম্য নিরসন করা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ বিসিএস শিক্ষা ক্যাডারের সব দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার দেশের ৬ জেলায় এ কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা বলেন, আমাদের ন্যায্য দাবি সরকার না মেনে নিলে, শিক্ষা ক্যাডারের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে আগামী ১০ থেকে ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে সরকারি সফর আলী কলেজ ইউনিট ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দীনের নেতৃত্বে উপাধ্যক্ষসহ সব শিক্ষকদের অংশ গ্রহণে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় তারা কলেজ চত্বরে একটির্ যালি প্রদর্শণ করেন। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বিসিএস শিক্ষা ক্যাডারের সব দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে। বকশীগঞ্জ সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম, প্রভাষক একেএম জাহিদুল আলম অংশগ্রহণ করেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট কলেজ চত্বরে কর্মবিরতি পালিত হয়েছে। এতে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সম্পাদক আনিছা আক্তার বেগম চৌধুরী, নির্বাহী সদস্য প্রফেসর আব্দুর রশিদ, আব্দুল কাইয়ুম আজাদ, শহীদুর রহমান, আব্দুলস্নাহ আল মামুন, ইফতেখারুর রহমান, মাসুদুর রহমান, আশরাফুজ্জামান মিলন, আনোয়ার হোসেন প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সরকারি কলেজে কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, কাজি ইমরুল কায়েস, আব্দুল জলিল, তৌফিকুর রহমান সরকার, আবু নাসের, মাসুদুর রহমান প্রমুখ। সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহার সরকারি কলেজে কর্মবিরতিতে সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমানসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সব সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালনকালে শ্রীবরদী সরকারি কলেজে বক্তব্য রাখেন প্রফেসর আলিফ উলস্নাহ আহসান, আক্রাম হোসাইন, কাজী হাসানুজ্জামান, মীর মো. আতিকুজ্জামান, ফরহাদ আলী প্রমুখ।