আনোয়ারা-রুস্তমহাট সড়কে বেহাল দশা, ভোগান্তি

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলার অত্যন্ত গুরুত্বপূণর্ আনোয়ারা-রুস্তমহাট সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও যান চালকরা। জানা গেছে, আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরের সঙ্গে বটতলী, রায়পুর ও জুঁইদÐী ইউনিয়নের এবং বারশত ইউনিয়নের অধিকাংশ মানুষের যাতায়াতের পথ আনোয়ারা-রুস্তমহাট সড়ক। সড়কে বড় বড় গতের্র সৃষ্টি হওয়ায় অনেক সময় বিভিন্ন যানবাহন খারাপ হয়ে পড়ে। বিশেষ করে সড়কের পূবর্ বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মনু মিয়ার দীঘির পাড় পযর্ন্ত তিন কিলোমিটারের বেশি অংশই নাজুক হয়ে পড়েছে। ওই অংশে বড় বড় গতের্ পানি জমে আছে। ফলে যান চলাচল করছে বিকল্প পথে ঝিওরী মাজার গেট এলাকা দিয়ে। এদিকে, এ সড়কের নরক যন্ত্রণার কারণে বটতলী রুস্তমহাট থেকে আট কিলোমিটার দূরের পথ ঘুরে সিইউএফএল সড়ক দিয়ে চাতরী চৌমুহনী হয়ে আনোয়ারা সদরে যেতে হচ্ছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি আনোয়ারা কলেজগামী শিক্ষাথীর্রা ভোগান্তি পোহাচ্ছেন। সরেজমিন দেখা যায়, সড়কটির শোলকাটা, মনুমিয়ার দীঘি, ভগ্গন শাহের মাজার, পাইরগা পুকুর পাড় ও পূবর্ বটতলী এলাকায় খানাখন্দ। খানাখন্দগুলো বড় আকারের হয়ে ওঠায় সেখানে পানি জমে আছে। জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্প দেয়া আছে, বরাদ্দ আসলে সড়কটি নতুন অথর্ বছরে মেরামত করা হবে।