২০২০ সালে রামপাল পাওয়ার প্ল্যান্টে উৎপাদন শুরু

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

খুলনা অফিস
নিমার্ণ কাজ শেষে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড পরিচালিত রামপাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর ২০২১ সালের ফেব্রæয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে কেন্দ্রটি। মঙ্গলবার বাগেরহাট জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রামপাল পাওয়ার প্ল্যান্টের পদস্থ কমর্কতার্রা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাওয়ার প্ল্যাটের পক্ষ থেকে বাগেরহাট জেলা পুলিশকে নিরাপত্তার কাজে সহযোগিতার জন্য একটি পুলিশ ভ্যান প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক এস.সি পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, পাবলিক রিলেশন্স ম্যানেজার আনোয়ারুল আজিম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. আহাদ হায়দার।