সাত উপজেলায় আটক ১৩

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুইদিনে অভিযান চালিয়ে সাত উপজেলায় মাদক ব্যবসায়ী, মামলার আসামিসহ ১৩ জনকে আটক করেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : সীতাকুÐ (চট্টগ্রাম) : সীতাকুÐে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ভাটিয়ারী বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। সোনাতলা (বগুড়া) : বগুড়া সোনাতলায় নারী ও শিশু ধষর্ণ মামলায় অভিযুক্ত দুইজন আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচাজর্ শরিফুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। পাবনা প্রতিনিধি : হত্যাসহ চারটি মামলার পলাতক আসামি হারুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীররাতে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিরাই (সুনামগঞ্জ) : দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় সেন মাকেের্টর ব্যবসায়ী সাদ মোহাম্মদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে থানা পয়েন্টস্থ সেন মাকেের্ট এ হামলার ঘটনাটি ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাজুল ইসলাম ও ফাইজুর ইসলামকে আটক করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে রোববার সন্ধ্যায় ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় রিতু বেগমনামের বাড়িওয়ালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীর গৃহবধূ পান্না খাতুনের রহস্যজনক হত্যা মামলায় ৬ জনকে আসামি করে মামলা করেছে পান্না খাতুনের পিতা আব্দুর রহিম। এ ঘটনায় পান্নার স্বামী মাহবুবুলকে ১ নং আসামি করে মামলা দায়ের করলে সোমবার রাতেই তাকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ছাড়াও পান্না খাতুনের শাশুড়ি রুমালী বেগমকে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলোÑ নাসির ফলভাÐারের মালিক নাসির উদ্দিন ও কমর্চারী গোলাম রাব্বানী। সোমবার দুপুরে মাদ্রাসা মোড় ফলভাÐার থেকে তাদের আটক করা হয়।