‘নিরাপত্তাহীনতায় সুষ্ঠু ও সাহসী সাংবাদিকতা করা যায় না’

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যশোর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতার মধ্যে সুষ্ঠু ও সাহসী সাংবাদিকতা করা যায় না। গণমাধ্যম সাহসী ভ‚মিকা রাখতে না পারলে গণতন্ত্রও বিকশিত হয় না। সাংবাদিক হত্যাকাÐের বিচার না হলে সাংবাদিকরা সাহসের সঙ্গে কলম ধরতে পারবে না, জঙ্গিবাদ, মৌলবাদ, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সাহসের সঙ্গে লিখতে পারবে না, গণমাধ্যমও বিকশিত হবে না। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে সাহসী সাংবাদিক শামছুর রহমান কেবলের ১৮তম হত্যাবাষির্কী উপলক্ষে সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাজেদ রহমান। বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি মনোতোষ বসু, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।