মজুরি স্কেল বাস্তবায়নে আনন্দ র‌্যালি-সমাবেশ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কমর্চারীদের আনন্দ র‌্যালি Ñযাযাদি
মন্ত্রী পরিষদে জাতীয় মজুরি স্কেল বাস্তবায়িত হওয়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে দেশের বিভিন্নস্থানে শ্রমিক-কমর্চারীরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে সার কারখানার শ্রমিক-কমর্চারীরা। সোমবার দুপুরে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কমর্চারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কমর্চারী ইউনিয়নের সহ-সভাপতি হাজী মো. তৈমুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গাজী জমসেদ প্রমুখ। চুয়াডাঙ্গা : সোমবার দুপুরে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানিতে কমর্রত শ্রমিকরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন কেরু শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়ব আলী ও মাসুদুর রহমান। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : সোমবার উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রংপুর চিনিকল শ্রমিক-কমর্চারী ইউনিয়নের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি চিনিকল এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকে এক আলোচনা সভা চিনিকল শ্রমিক-কমর্চারী ইউনিয়নের সভাপতি এসএম জালাল দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা আমজাদ হোসেন, আবুল হোসেন, এনামুল হক, ওয়াহেদ আলী প্রধান, আমির উদ্দিন মন্টু, শাহ আলম, হৃষিকেশ, রেবেকা বেগম প্রমুখ। কালীগঞ্জ (ঝিনাইদহ) : সেক্টর করপোরেশন শ্রমিক কমর্চারী ফেডারেশনের সমন্বয় পরিষদের উদ্যোগে ও মোচিক চিনিকল শ্রমিক কমর্চারী ইউনিয়নের এ আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সোমবার সকাল ৯টার সময় মোচিক মেইন গেট থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিলের গ্যারেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ প্রমুখ।