টঙ্গীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কাজী মাজহারুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। শনিবার টঙ্গীর সাতাইশ সুখীনগর মাটিয়া পাড়া এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীরা বলেন, সাতাইশ সুখীনগর এলাকায় আমাদের পৈত্রিক জমি না জানিয়ে তাদের বাবা গোপনে তাদের নামে দলিলকৃত ওই সম্পত্তি স্থানীয় আসিফুজ্জামান নামে এক ভূমিদসু্যর কাছে অবৈধভাবে বিক্রি করে দেন। এরপর থেকে আসিফুজ্জামান তার দলবল দিয়ে বাড়ি দখলের চেষ্ঠা করে আসছিল। একপর্যায়ে সন্ত্রাসীরা মাজহারুল ইসলামকে অপহরণ করে জোর পূর্বক সাদা স্ট্যাম্পে সাক্ষর রাখে। এঘটনায় আদালতে পৃথক দুটি মামলা করেন। এরপর থেকে ভুমিদস্যুরা বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। আমাদেরকে এলাকা থেকে বের করে দেওয়ার কথা বলছে। সম্মেলন শেষ হওয়ার পর এলাকা ছাড়ার হুমকি দিয়েছে ভুমিদসু্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাজী মাজহারুল ইসলাম মিজু। এ সময় উপস্থিত ছিলেন কাজী মোশারফ হোসেন রাজু, চম্পা আক্তার, শারমিন আক্তার, কাজী মিনহাজুল ইসলাম, কাজী মাহমুদুল ইসলাম প্রমুখ।