বেলকুচিতে স্মার্ট বিদ্যালয়ের যাত্রা শুরু

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে স্মার্ট বিদ্যালয়ের যাত্রা শুরু করেছে সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়। সোমবার সোহাগপুর নূতনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেন পৌর মেয়র ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদি মাসুদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল মমিন আকন্দ, সামাদ মিয়া, লুৎফুন্নাহার, তৃপ্তি রানী কর্মকার, অমৃত কুমার, বেলকুচি প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ শিক্ষার্থীরা। পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, 'মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট দেশ হিসেবে ঘোষণা করছেন তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি বিদ্যালয় স্মার্ট বিদ্যালয় প্রতিষ্ঠিত করা।' এখানে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক সহজেই তার সন্তানের স্কুলে আগমন ও বের হওয়ার সময় জানতে পারবে এসএমএস এর মাধ্যমে। এতে অভিভাবকরা চিন্তামুক্ত থাকবে। এছাড়াও স্কুলের সকল কার্যক্রম মোবাইল এ্যাপের মাধ্যমে জানতে পারবে।