১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় পিটিআই কেন্দ্রে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে মানববন্ধনের একাংশ -যাযাদি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে সহকারী শিক্ষকদের উদ্যোগে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর: চট্টগ্রাম : পরিষদের আহবায়ক হিরো সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পটিয়া উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ সানি। মাগুরা : মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল অদুদ, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও সহ-সাংগঠনিক সম্পক আতিকুর রহমান প্রমুখ। নেত্রকোনা : মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবু জাহিদ দুলদুল, এমদাদ হোসেন চৌধুরী, শরীফ আহম্মেদ, আব্দুলস্নাহ আল মামুন, নাজনীন সুলতানা, লাভলী আক্তার প্রমুখ। মদন (নেত্রকোনা) : মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তাং, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলবুল, সহ-সভাপতি হাসানুল মান্না নিউটন, রুহুল আমীন, হাফসা আক্তার, শিউলী আবেদীন প্রমুখ। লাকসাম (কুমিলস্না) : মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক মুন্না প্রমুখ। নালিতাবাড়ী (শেরপুর) : মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, জহুরুল হক, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান সুমন, ফিরোজ আল মামুন, নাজমুল হক প্রমুখ। কালাই (জয়পুরহাট) : মানববন্ধন বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এনামূল হক, সামিউল ইসলাম, রেজাউল, রবিউল প্রমুখ। খানসামা (দিনাজপুর) : খানসামা উপজেলা শাখার সভাপতি বদরুন্নেসা প্রামাণিক বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (এস-১২০৬৮) খানসামা উপজেলা শাখার সহ-সভাপতি আফতাব উদ্দীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। বীরগঞ্জ (দিনাজপুর) : মানবন্ধন বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শামীম প্রমুখ। পাংশা (রাজবাড়ী) : একেএম শরীফুল হুদা সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জহুরুল হক,সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, মিজানুর রহমান, ফারুখ হোসেন, মো. জাহাঙ্গীর আলম,সিদ্দিকুর রহমান,শেখ ফরিদ প্রমুখ। বোরহানউদ্দিন (ভোলা) : মানববন্ধন শেষে শহীদ বেদীতে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, সহকারী শিক্ষক আবু মো. তসলিম, মাহবুবুর রহমান, মো. হোসেন, আবদুল্লাহ আল মামুন, ফিরোজ মাহমুদ, মোস্তাফিজুর, তৌহিদুল ইসলাম সুমন প্রমুখ। সদরপুর (ফরিদপুর) : মানববন্ধনে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম, মো. তোফাজ্জেল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাশেম মুন্সী,মিজানুর রহমান, মো. তৈহিদুল ইসলাম। ঘাটাইল (টাঙ্গাইল) : মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রঞ্জু, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক, পলাশ কর্মকার, সাহিত্য সম্পাদক নাজমুল হাসান সোহাগ, সদস্য ফাতেমা বেগম প্রমুখ। সাঘাটা (গাইবান্ধা) : মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাজমুল আরেফিন লিমন, সাঘাটা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, জুয়েল, লেবু, রাসেল, সফি ও মাসুদ। টেকেরহাট (মাদারীপুর) : উপজেলা চত্তরে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় মানববন্ধন চলাকালে সহকারী শিক্ষক মিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক মো. কুদ্দুস আলী, মো. নাজির হোসেন, সুশান্ত কুমার মন্ডল, তৌহিদ শিকদার, পান্নু হাওলাদার, নিখিল রঞ্জন দত্ত, ফাতেমা আক্তার প্রমুখ। বেড়া (পাবনা) : মানববন্ধন শেষে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। সাঁথিয়া (পাবনা) : শরিফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, তেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী প্রমুখ। ঘোড়াঘাট (দিনাজপুর) : মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সদস্য মো. জামিল, আসাদুজ্জামান, রাসেল তালুকদার হেলাল উদ্দিন প্রমুখ। বোয়ালমারী (ফরিদপুর) : মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কামরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. রাকিবুলজ্জামান মিলন, ওয়ারেজ আলী খান, আবুল বাশার, মোরাদ হোসেন, রাজিব বিশ্বাস, সাজেদুল হক বাবুল, দেলোয়ার হোসেন, লিপা রায় মিত্র, ডলি রানী পাল প্রমুখ।