হাওরাঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় হাওর-দ্বীপ-চর উপজেলা হিসেবে ঘোষণা ও হাওরাঞ্চল হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেইটের সম্মুখে জামালগঞ্জ উপজেলাবাসী ও সর্বস্তরের পেশাজীবী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার তালুকদার। জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কামরুল ইসলাম সবুজ, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আলী আমজাদ প্রমুখ।