কারাভোগ শেষে দেশে ফিরল চার কিশোর

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতে কারাভোগ শেষে দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বুধবার চার কিশোরকে ফেরত দেয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই দেশে আটকের পর ১৮ মাস করে কারাভোগ শেষে তাদের ফেরত দেয়া হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন জানান, সাগর (১২), ইমন (১৩), রাশেদুল (১৪) ও শাহ জামান (১৭) নামক চার কিশোর জয়পুরহাট জেলার চেচড়া সীমান্তপথে অবৈধ ভারতে পাড়ি জমায়। এরপর তারা সেখানে আটকের পর সেদেশের আদালত তাদের ১৮ মাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন এবং কারাভোগের মেয়াদ শেষে ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সিপ্রা রায় বাংলা হিলি ইমিগ্রেমন ওসি আফতাব হোসেনের নিকট হস্তান্তর করেন। এদের বাড়ি দিনাজপুর, নওগঁা ও ঝিনাইদহ জেলায়। শেষে ওসি আফতাব হোসেন ফেরতকৃতদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করেন।