জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
‘স্বয়ংসম্পূণর্ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ¯েøাগানকে সামনে রেখে বুধবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে দেশের বিভিন্নস্থানে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় মৎস্য বিভাগ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : ফরিদপুর : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনায় অংশ নেন জেলা মৎস্য কমর্কতার্ মো. মনিরুল ইসলাম, ফরিদপুর সদরের সিনিয়র মৎস্য কমর্কতার্ বিজয় কুমার নন্দী। পলাশ (নরসিংদী) : সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নিবার্হী কমর্কতার্ ভাস্কর দেবনাথ বাপ্পি। আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ব্রিফিং করেন উপজেলা মৎস্য কমর্কতার্ মাহমুদুন্নবী মিঠু। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কিশোরী চন্দ্র রায়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : মৎস্য কমর্কতার্ সমীর কুমার বসাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, জিএম সহিদ প্রমুখ। বড়াইগ্রাম (নাটোর) : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কমর্কতার্ আবুল কালাম আজাদ ফেরদৌস আলম, বড়াইগ্রাম প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি সাইফুর রহমান। দাকোপ (খুলনা) : উপজেলা সিনিয়র মৎস্য কমর্কতার্ জয়দেব পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফুল আলম। ডোমার (নীলফামারী) : সাংবাদিকদের ব্রিফ করেন উপজেলা মৎস্য অফিসার শারমিন আখতার ও সহকারী মৎস্য অফিসার শামসুল হক। ডিমলা (নীলফামারী) : উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কমর্কতার্ মাহমুদূল হাসান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। শ্রীনগর (মুন্সীগঞ্জ) : সিনিয়র মৎস্য কমর্কতার্ মো. আসাদুজ্জামান আসাদের কাযার্লয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করছেন। রায়পুর (ল²ীপুর) : মতবিনিময় করেন সিনিয়র মৎস্য কমর্কতার্ বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নুরুল আমিন দুলাল ভূঁইয়া। নকলা (শেরপুর) : আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কমর্কতার্ সুলতানা লায়লা তাসনীম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী মৎস্য কমর্কতার্ এমদাদুল হক উপস্থিত ছিলেন। পোরশা (নওগঁা) : উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কমর্কতার্ আইয়ুব আলী মতবিনিময় করেন। পতœীতলা (নওগঁা) : উপজেলা মৎস্য কমর্কতার্ ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মৎস্যজীবী, মৎস্যচাষী ও মৎস্য খাদ্য ব্যবসায়ীরা। কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা মৎস্য অফিস কাযার্লয়ে বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কাযর্ক্রমের উপর সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য কমর্কতার্ জিনাত জাহান বণার্লী। পুঠিয়া (রাজশাহী) : সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওমর আলী জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। সাপাহার (নওগঁা) : উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) মোহা: সবুর আলী, মৎস্য অফিসার মনিরুজ্জামান। নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য কমর্কতার্ মো. জাহাঙ্গীর আলম। লাখাই (হবিগঞ্জ): প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. ওবায়দুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভ‚মি) জাহিদুর রহমান, পজিপ কমর্কতার্ একে এ আব্দুল শাহেদ। কালুখালী (রাজবাড়ী): মৎস্য কমর্কতার্ মো. আব্দুস সালাম সপ্তাহব্যাপী বিভিন্ন কাযর্ক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। গোপালগঞ্জ: সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কমর্কতার্ নারায়ন চন্দ্র মন্ডল, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আলি মিয়া। মাদারীপুর: জেলা মৎস্য কমর্কতার্ মো. আব্দুস ছাত্তারের সভাপত্বিতে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মাদারীপুর খামার ব্যবস্থাপক মো. সেকেন্দর আলী। কাশিয়ানী (গোপালগঞ্জ): সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া বিরু, উপজেলা নিবার্হী অফিসার এ.এস.এম মাঈন উদ্দিন। নাটোর: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি, জেলা মৎস্য কমর্কতার্ অলোক কুমার সাহা ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কমর্কতার্ সুজিত কুমার মুন্সী। রামগঞ্জ (ল²ীপুর): উপজেলার মৎস্য কমর্কতার্ (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু।